ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সৌদিতে থাকা বিএনপি নেতা ডাকাতির প্রস্তুতি মামলার আসামি

সৌদিতে থাকা বিএনপি নেতা ডাকাতির প্রস্তুতি মামলার আসামি

রাউজান থানা। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:৫৬

পবিত্র ওমরাহ পালনের জন্য ১৮ দিন আগে সৌদি আরব গেছেন চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। গত বুধবার রাউজান থানায় করা ডাকাতির প্রস্তুতি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এদিন রাতে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ওই নেতাকে তিন দিন আগে পুলিশ আটক করে বলে অভিযোগ পরিবারের। এই মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে; যারা এলাকায় ছিলেন না বলে দাবি স্বজনদের।

মামলার বাদী রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের এসআই টুটন মজুমদার। মামলায় ফিরোজসহ ৯ জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন– জানে আলম, আবদুল্লাহ খোকন, আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু, শাহ আলম, ইউসুফ তালুকদার, জানে আলম, লোকমান ও মো. জসিম। তাদের মধ্যে গ্রেপ্তার জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক, ইউসুফ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আরেক জানে আলম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

রাউজান থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিত বলা হয়, বুধবার রাতে রাউজান থানার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া মনাবৈদ্যের বাড়ি যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন– জানে আলম, খোকন ও বাবু। জিজ্ঞাসাবাদে ছয় আসামির পরিচয় প্রকাশ করেন তারা। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়।

এদিকে মামলার কথা শুনে বিস্মিত ফিরোজ আহমেদের পরিবার। তাঁর ছেলে ফারদিন মাহমুদ রিয়াদ বলেন, ‘বাবা গত ১ অক্টোবর ওমরাহ পালনে সৌদিতে গেছেন। তিনি বর্তমানে মদিনা অবস্থান করছেন; আরও কয়েক দিন পর ফিরবেন।’

আরেক আসামি ইউসুফ তালুকদার বলেন, শুনছি গত বুধবার আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। রাউজান না গেলেও আমার বিরুদ্ধে আটটি মিথ্যা মামলা দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার যুবদল নেতা জানে আলমের স্ত্রী জানান, তাঁর স্বামী গত সোমবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন। এ সময় তাঁকে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা আটকের বিষয়টি সে সময় স্বীকার করেনি। বুধবার সন্ধ্যায় আদালতে পাঠানোর খবর জানতে পারেন তারা।

মামলার বাদী এসআই টুটন মজুমদার বলেন, গ্রেপ্তার তিনজন যাদের নাম বলেছে তাদের আসামি করা হয়েছে। ঘটনাস্থলে কারা ছিল বা ছিল না সেটা মামলার তদন্ত কর্মকর্তা বের করবেন।

আরও পড়ুন

×