ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মাদারগঞ্জে উচ্চ ফলনশীল জাতের ধান রুয়ে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক!

মাদারগঞ্জে উচ্চ ফলনশীল জাতের ধান রুয়ে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক!

ছবি: সমকাল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১১:১১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১১:১১

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী গ্রামে বেশি ফলনের আশায় উচ্চ ফলনশীল ব্রি-৮৭ নতুন জাতের ধান চাষ করে শীষ চিটা হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ, কৃষি বিভাগ থেকে সরবরাহ করা বীজ রোপন করে তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ অবস্থায় ফলন বিপর্যয়ের জন্য উপজেলা কৃষি বিভাগকে দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা।

মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী গ্রামের কৃষক মাহফুল হোসেন বলেন, ‘এ বছর আমন মৌসুমে উপজেলা কৃষি অফিস থেকে উচ্চ ফলনের আশায় একটি নতুন জাত (ব্রি- ৮৭) ধানের বীজ কিনে রোপন করি। কিন্তু কিছুদিন পর ধানের শীষ বের হওয়ার পর দেখা যায় অধিকাংশ ধানের শীষ সাদা এবং এতে কোন ধান নেই।’

মাহফুল আরও বলেন, ‘এবার আমি আড়াই বিঘা জমিতে এই ধান চাষ করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।’

একই অবস্থা ওই এলাকার কৃষক কফিল উদ্দিন, সুরুজ মিয়া, আ. মালেক, আ. কাশেম, আব্দুল, ইদ্রিস, সাজ্জাদ, রফিকুল, জাহাঙ্গীর, মাসুদ ও আ. জলিলের। তারাও কৃষি অফিস থেকে উচ্চ ফলনের আশায় একটি নতুন জাতের (ব্রি- ৮৭) ধানের বীজ কিনে রোপন করেছিলেন। 

এই অবস্থায় ক্ষতিপূরণের দাবি করে কৃষি বিভাগের কাছে আবেদন করলেও কৃষি কর্মকর্তারা উল্টো কৃষকদের অজ্ঞতাকে দায়ী করেছেন। 

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, ‘ফ্লাওয়ারিংয়ের সময় বৈরি আবহাওয়া এবং ভারি বৃষ্টিপাতের কারণে কিছু জায়গায় ব‍্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। এ জন্য আমরা সরেজমিন এসব ফসলি জমি পরিদর্শন করে ট্রিটমেন্ট দিয়েছি। আশা করি সমস্যা দূর হবে। এছাড়াও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের এ ব‍্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে যারা সঠিক সময়ে পরিচর্যা করতে পারেননি তারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন।’

আরও পড়ুন

×