ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১২:৩৩ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১২:৩৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপনির্বাচনের রিটানিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। 

প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই তাদের দলীয় প্রতীক পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ও জাপা থেকে দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা কলার ছড়া প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু  (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (আম) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা (কলার ছড়া)। 

সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতীক বরাদ্দ ঘোষণার সময় প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ আসনের নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক উকিল আবদুস সাত্তার গত ৩০ সেপ্টেম্বর ভোরে মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে গত ৪ অক্টোবর নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিলে আগামী ৫ নভেম্বর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

আরও পড়ুন

×