সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান

শেখ মো. ওয়াহিদুজ্জামান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৩:১৫
একটি মামলায় ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করায় রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয় জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূতভাবে মামলার ভিকটিম সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য দিয়ে প্রত্যয়নপত্র ইস্যু করার অভিযোগটি প্রমাণিত হয়েছে। এ ছাড়া তার কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ীর জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
এ বিষয়ে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীন জানান, ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের চিঠি এখনও হাতে পাননি। তবে তাকে বরখাস্ত করা হয়েছে- এমন কথা শুনেছেন।
মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠালেও জবাব দেননি।
- বিষয় :
- মামলা
- ইউনিয়ন পরিষদ
- ইউপি চেয়ারম্যান