যুক্তরাষ্ট্র নয়, দেশ চলবে শেখ হাসিনার নির্দেশে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৩:৫২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৩:৫২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন করা দেশ তাঁর কন্যার নির্দেশেই চলবে, যুক্তরাষ্ট্রের নির্দেশে নয়। সংবিধান অনুযায়ী এই সরকারের নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শুক্রবার খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোব এলাকায় আন্তঃজেলা ফেরিঘাট উদ্বোধন শেষে বানিশান্তা বাজার মন্দির মাঠে ইউনিয়ন পরিষদ ও ৩০০ একর ফসলি জমি রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই পানখালী ও বরমপাড়ার মধ্যে সংযোগ স্থাপন করতে ঝপঝপিয়া নদীর ওপর সেতুর নির্মাণকাজ শুরু হবে।
বানিশান্তা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুদেব কুমার রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, পিএসএফের পরিচালক নমিতা হালদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), খুলনার পুলিশ সুপার সাঈদুর রহমান, সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা প্রমুখ।
- বিষয় :
- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- খুলনা
- দাকোপ