ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাত দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

সাত দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ছবি: ফাইল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ১৭:৪৫

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা। চলবে টানা ৫ দিন। এরপরেই রয়েছে লক্ষ্মীপূজা। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ফোরকান আহমেদ খলিফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

এ ব্যপারে জানতে চাইলে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপুজা উপলক্ষে শুক্রবার ও শনিবার আমদানি রপ্তানি বন্ধ থাকবে। রোববার থেকে যথারীতি স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

×