ফয়সল চৌধুরী বললেন
বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন শমসের মবিন

নগরীর মিরবক্সটুলায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০০:৫৪
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে ‘বিশ্বাসঘাতক, নীতিহীন ও পথভ্রষ্ট’ বলেছেন বিগত নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য কিছু ক্রীড়নক মাঠে নামিয়েছে। তারা সরকারের এজেন্ট হিসেবে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত হয়েছে। শমসের মবিন চৌধুরী তেমনই একজন।’
শনিবার সিলেট নগরীর মিরবক্সটুলায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফয়সল আহমদ চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ‘এডিটর গিল্ডস’ নামের অনুষ্ঠানে শমসের মবিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ও স্থানীয় বিএনপি সম্পর্কে নানা বিভ্রান্তিকর মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি দলকে হেয় করেছেন এবং বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে নাকি বিএনপির কোনো তৎপরতাই নেই। শমসের মবিন তাঁর বক্তব্যে মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার সঙ্গে ফোনালাপের একটি বিষয়ের অবতারণা করেছেন, সেটি কাল্পনিক।’ তিনি শমসের মবিনের বক্তব্যের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল প্রমুখ।
- বিষয় :
- তৃণমূল বিএনপি
- শমসের মবিন চৌধুরী