খুলনায় আগুনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

খুলনা ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১৬:৫৯ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১৬:৫৯
খুলনা মহানগরীর ফারাজীপাড়া এলাকার বাসায় আগুনে দগ্ধ হয়ে সুজলা রানী বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রান্নাঘরে আগুন লাগার পর সুজলা রানীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুজলার স্বামী শ্যামল বিশ্বাসকে আটক করেছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি পুড়িয়ে হত্যা করা হয়েছে– তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
নগরীর টুটপাড়া ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ফারাজীপাড়া মেইন রোডের ৬ নম্বর বাড়ির দ্বিতীয় তলার রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া ও বয়রা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভায়। সেখান থেকেই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস সিলিন্ডারের মুখ খোলা ছিল এবং ওই গৃহবধূর শরীরে কেরোসিন ছিল।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর স্বামী শ্যামল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বিষয় :
- গৃহবধূর মৃত্যু
- স্বামী আটক
- জিজ্ঞাসাবাদ
- খুলনা