ঢাকায় মহাসমাবেশ
খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির অভিযোগ, আটক ১২

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ০৯:০১ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ০৯:০১
ঢাকার মহাসমাবেশকে সামনে রেখে খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি ও ধরকাপড় শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে জেলার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বিএনপি নেতারা জানান, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। তারা হলেন, তেরখাদা উপজেলা বিএনপির সহ-সভাপতি লস্কর আবুল কালাম, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবীর, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আবদুল্লাহ খান, পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিন, টিএসবি ইউনিয়ন যুবদলের সদস্য সাগর সরদার, বটিয়াঘাটার যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফুল, খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, দিঘলিয়া সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ।
জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী অভিযোগ করে বলেন, মহাসমাবেশকে সামনে রেখে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও আটক করছে।এরপর তাদের নাশকতার পুরানো মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে খুলনার পুলিশ সুপার সাঈদুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হয়েছে।