ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাদকসহ আটক যুবককে ছেড়ে দিল পুলিশ

মাদকসহ আটক যুবককে ছেড়ে দিল পুলিশ

পাবনা অফিস

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩৩

পাবনার ভাঙ্গুড়ায় রকি হোসেন নামে এক যুবককে ১০ পুরিয়া (১৫ গ্রাম) গাঁজাসহ আটকের পর ছেড়ে দেওয়ায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

রোববার রাতে রকিকে থানায় আটকে রাখার পরে ভাঙ্গুড়া থানা পুলিশের উপরিদর্শক মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান ছেড়ে দেন। পুলিশের এমন কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচিত হয়েছে।

তবে পুলিশের দাবি, রকির (২৫) প্রতিপক্ষ তাকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। রকি উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের অষ্টমনীষা গ্রামের ইউনুস আলীর ছেলে।

রকির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রকি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। এর আগেও এলাকাবাসীর হাতে গাঁজাসহ রকি আটক হয়। রোববার উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের অষ্টমনীষা এলাকায় রকি গাঁজা বিক্রি করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা ও গ্রামপুলিশদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অষ্টমনীষা পূজামণ্ডপে দায়িত্বরত থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনিসুর রহমান রকিকে আটক করেন। পরে উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রকিকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসেন। থানা হেফাজতে রাখার ৪-৫ ঘণ্টা পর পুলিশ রকিকে ছেড়ে দেয় এবং তার কাছে পাওয়া গাঁজা জব্দ দেখায়। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অনৈতিকভাবে মাদক ব্যবসায়ী রকিকে ছেড়ে দিয়েছে। 

সূত্র মতে, উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে সবচেয়ে বেশি মাদক কারবার চলে। এই ইউনিয়নে অর্ধশত মাদক ব্যবসায়ী রয়েছে।

রকির পরিবার থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভাঙ্গুড়া পুলিশের উপরিদর্শক মনজুরুল ইসলাম বলেন, রকির গাঁজা বিক্রির ঘটনাটি প্রতিপক্ষের সাজানো ঘটনা বলে মনে হয়েছে। তাই স্থানীয়দের সঙ্গে কথা বলে জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের জিম্মায় রকিকে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা জব্দ করা হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, রকি এর আগে মাদকসহ পুলিশের হাতে আটক হয়নি। প্রাথমিক ঘটনার বিবরণীতে বিষয়টি সাজানো মনে হয়েছে। তাই রকিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা ঘটনাটি ঘটিয়েছে, তাদের অনুসন্ধান করে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×