খুলনায় বিএনপির আরও ১৬ নেতাকর্মী আটক

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:৩২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:৩২
ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় পুলিশ নেতাকর্মীদের আটক এবং বাড়ি বাড়ি তল্লাশি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে অভিযান চালিয়ে আরও ১৬ জনকে আটক করা হয়েছে।
মহানগর ও জেলা বিএনপি নেতারা জানান, নগরীর খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. হাদিউজ্জামান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরদার নজরুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ২২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহির শেখ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম সাঈদ, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. আলমগীর মোল্লা, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুর রহমান, ৩১ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী জি এম রফিকুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শহিদুল আলম বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক আলীকে পুলিশ আটক করেছে। এছাড়া আড়ংঘাটা থানা পুলিশ আরও দুজনকে আটক করেছে।
মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। এসব করে মহাসমাবেশ ঠেকানো যাবে না।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।