পাবনায় বিএনপির ৭৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ

পাবনা অফিস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:২৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৮:২৯
গত ২৪ ঘণ্টায় পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিক হাবিবসহ বিএনপির ৭৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।
তবে পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, বুধবার রাতে ওয়ারেন্টভুক্ত কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পাবনা সদরে ৮ জন, ঈশ্বরদীতে ৬ জন, আটঘরিয়ায় ৭ জন, চাটমোহরে ৪ জন, ভাঙ্গুড়ায় ৫ জন, সাথিয়ায় ২০ জন, বেড়ায় ৫ জন, সুজানগরে ৬ জন, আতাইকুলায় ৬ ও আমিনপুরের ৮ জন রয়েছে।