গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৫৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৬:৫৫
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- গাইবান্ধা শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুহেনা মোস্তফা কামাল মিঠু, গাইবান্ধা জেলা যুবদলের পল্লিউন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম, জেলা যুবদলের সাবেক সদস্য ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা, গোবিন্দগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল সরকার, সুন্দরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ সামু, রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান, সাঘাটা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সালাউদ্দিন ও উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ। তবে গ্রেপ্তার পাঁচজনের নাম জানা যায়নি।
এছাড়া জামায়াতের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার জিন্নাত আলী, সাদুল্যাপুর উপজেলার বাকি বিল্লাহ, সুন্দরগঞ্জ উপজেলার আবদুল মান্নান ও সাঘাটা উপজেলার সালাউদ্দিন।
এদিকে জেলা বিএনপির সভাপতি ডা. মঈন হাসান সাদিক অভিযোগ করে বলেন, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করে বিএনপির মহাসমাবেশ ঠেকানো যাবেনা। বিনা ওয়ারেন্ট নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চারজনের নামে ওয়ারেন্ট রয়েছে। আর অন্যরা নিয়মিত একাধিক মামলার আসামি। মামলার আসামিদের তো পুলিশ গ্রেপ্তার করতেই পারে। সমাবেশে সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।