ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যাত্রীবেশী দুই ইজিবাইক ছিনতাইকারী গ্রেপ্তার

যাত্রীবেশী দুই ইজিবাইক ছিনতাইকারী গ্রেপ্তার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:০৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:০৩

ফুলবাড়িয়ায় কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ইজিবাইক ছিনতাইকালে দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তাররা হলো– উপজেলার কুশমাইল ইউনিয়নের বোরকা গ্রামের আব্দুল হক বাপ্পির ছেলে রিপন মিয়া (২৫) ও আমজাদ আলীর ছেলে শাহিন আলম (২৭)। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে ভালুকার উথুরা এলাকা থেকে যাত্রীবেশী চার ছিনতাইকারী ফুলবাড়িয়ার সুয়াইতপুর এলাকায় বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করে। এনায়েতপুর-সুয়াইতপুর সড়কের মধ্যে চালক শরিফকে থামাতে বলে একজন। দু’জন অটো থেকে নেমে অন্যত্র চলে যায়। অপর দুই যাত্রী সড়কের পাশে লেবু বাগানে কোমল পানীয় পান করার উদ্দেশ্যে চালককে সঙ্গে নিয়ে যায়। অটোচালকে দুই ছিনতাইকারী পানীয় পান করিয়ে অজ্ঞান করার চেষ্টা করে। পরে অর্ধ অজ্ঞান অবস্থায় চালক শরীফ দেখতে পান ছিনতাইকারীরা তাঁর গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় এক মোটরসাইকেল চালক এগিয়ে এসে বিষয়টি থানার ওসিকে অবহিত করেন। 

এর কিছুক্ষণ পর এনায়েতপুর এলাকায় থানার এসআই হানিফ পার্শ্ববর্তী রাজঘাট সেতুর ওপর থেকে ইজিবাইকসহ দু’জনকে আটক করে এবং অপর দু’জন পালিয়ে যায়। 

এ ঘটনায় শুক্রবার দুপুরে অটোচালক শরিফের বড় ভাই আরিফ রাব্বানী বাদী হয়ে থানায় মামলা করেছেন।                    

ফুলবাড়িয়া থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, আটক দু’জন  আন্তঃজেলা ইজিবাইক ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। পালিয়ে যাওয়াদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×