ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গৃহবধূকে রামদা দিয়ে কুপিয়ে স্বামীর পলায়ন

গৃহবধূকে রামদা দিয়ে কুপিয়ে স্বামীর পলায়ন

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:১৬

ঢাকার দোহারে চন্দ্রবান (৪৩) নামের এক নারীকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়েছেন স্বামী আলী হোসেন। শুক্রবার ভোরে উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। আহত চন্দ্রবানের বাবা শামসুদ্দিন বাদী হয়ে এ বিষয়ে দোহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চন্দ্রবানের বাবার বাড়ি নবাবগঞ্জের আলালপুর গ্রামে। দীর্ঘদিন আগে উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে আলী হোসেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। নিঃসন্তান এ দম্পতি এক মেয়ে (১৪) ও এক ছেলেকে (৭) দত্তক নেন। 

চন্দ্রবানের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে স্বামীর সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। তিনি দত্তক মেয়ের কক্ষে ছেলেমেয়েকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দেন। ভোর ৫টার দিকে আলী হোসেন দরজা ভেঙে ঢুকে রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। 

তাদের আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে চন্দ্রবানকে হাসপাতালে ভর্তি করে। এ সুযোগে আলী হোসেন পালিয়ে যায়। ওই নারীর মাথা, দুই হাত, মুখে ও পিঠে রামদার কোপ লেগেছে।

আলী হোসেনের মা পানু বেগমের ভাষ্য, প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর ছেলের ঝগড়া হয়। আলী স্ত্রীকে মারধর করে, আবার চিকিৎসাও করায়। গতকাল কী নিয়ে ঝগড়া হয়েছে তা জানেন না। এভাবে কোপানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। 

দোহার থানার উপপরিদর্শক (এসআই) হাচান মাহমুদ বলেন, তারা এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁর স্বামী আলী হোসেনকে পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

×