চাকরি না পেয়ে তিন যুগ ধরে বনে বাস

উত্তম সরকার চাট্টু। ছবি: সংগৃহীত
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৩৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৪:৩৫
তিন যুগ ধরে স্বেচ্ছায় বনে বাস করছেন উত্তম সরকার চাট্টু। এইচএসসি পাস চাট্টু সরকারি-বেসরকারি চাকরির সন্ধান না পেয়ে এমন জীবন বেছে নিয়েছেন বলে দাবি এলাকাবাসীর। বন-জঙ্গল থেকে সংগ্রহ করা কচুর লতি, শাকসবজি বিক্রি করে চাল-ডাল কিনে আনেন। আর জঙ্গল থেকে তোলা কচু-ঘেচু তরকারি হিসেবে রান্না করে খেয়ে কোনো রকমে জীবন কাটান। তাঁর জাতীয় পরিচয়পত্রও নেই। এ কারণে সরকারি সহায়তাও পান না বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ী ইউনিয়নের পূর্ব জৌসার গ্রামের জগদীশ সরকারের আট সন্তানের মধ্যে তৃতীয় উত্তম সরকার চাট্টু। ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন তিনি। সে সময় বছরখানেক কলকাতায় আত্মীয়ের বাড়িতে কাটিয়ে দেশে ফিরে চাকরির সন্ধানে নামেন। চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। এ সময় ভাইদের কাছ থেকে সহায়তা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই বাড়ির পাশের বনে ঝুপড়ি ঘর তুলে বসবাস শুরু করেন। এরই মধ্যে জমি নিয়ে মামলায় জড়িয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েন। বিয়েও করেননি। তাঁর ভাইয়েরা একই গ্রামে এবং পাশের জেলা ঝালকাঠি শহরে বাস করেন। তারা কেউ চাট্টুর খোঁজ রাখেন না।
এলাকার জালাল আহম্মেদ ও জাঙ্গীর হোসেন জানান, চাট্টুর পরিবার এক সময় সচ্ছল ছিল। বিভিন্ন মামলায় জড়িয়ে নিঃস্ব হয়ে যান তারা। চাট্টু শিক্ষিত মানুষ হয়েও কারও কোনো সহায়তা না পেয়ে বনবাসের জীবন বেছে নিয়েছেন। তাঁর কোনো জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে কোনো সরকারি সহায়তাও পান না। তাঁর জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহযোগিতার জন্য ভাইদের বলা হলেও কোনো সহযোগিতা করছেন না ইউপি সদস্যদের।
জলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশিস বড়াল বলেন, চাট্টুদের বাড়ি স্বরূপকাঠি ও ঝালকাঠির সীমান্ত এলাকায়। তাদের অনেক সম্পত্তি ছিল। ঝালকাঠি সদর উপজেলার ব্যাসাইনখান এলাকার একদল লোক কিছু জমি কিনে বাকিটা দখল করে খাচ্ছে। দীর্ঘদিন মামলা-মোকদ্দমা চলেছে। কিন্তু চাট্টু বা তাঁর ভাইয়েরা কখনও অভিযোগ নিয়ে আসেননি। এ কারণে বিষয়টি নিয়ে কেউই এগোয়নি।
জলাবাড়ী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলামের ভাষ্য, এমন ঘটনার কথা আগে শোনেননি তিনি। কেউই তাঁর জন্য আবেদনও করেননি। এখন যেহেতু জানলেন, তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
- বিষয় :
- চাকরি
- বনে
- সরকারি
- জাতীয় পরিচয়পত্র