ভৈরব রেলস্টেশন বুকিং ক্লার্ককে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ভৈরব রেলস্টেশনের সহকারী বুকিং ক্লার্ক আরাফাত রহমান। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১৬:৪৩
ট্রেন আসার এক ঘণ্টা আগে ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ অগ্রিম দুটি টিকিট চান ভৈরব রেলস্টেশনের সহকারী বুকিং ক্লার্ক আরাফাত রহমানের কাছে। কিন্তু সহকারী বুকিং ক্লার্ক দিতে পেরেছেন একটা টিকিট। তাই ক্ষমতা দেখিয়ে ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা কাউন্টারে ঢুকে সহকারী বুকিং ক্লার্ককে পিটিয়ে আহত করেছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে থানায় শরীফের বিরুদ্ধে আরাফাত লিখিত অভিযোগ দিয়েছেন।
আরাফাত হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে ৫ দিনের বিশ্রামে গেছেন।
স্টেশনমাস্টার মো. ইউসুফ জানান, ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার ভৈরব স্টেশনে আসে বিকেল ৫টা ৪৫ মিনিটে। ছেড়ে যায় ৬টা ৫ মিনিটে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ দুটি টিকিট চেয়েছিলেন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে। এই সময়ে আসনের টিকিট থাকে না। তারপরও তাঁকে একটি টিকিট দেওয়া হয়। আরেকটি স্ট্যান্ডিং টিকিট দেওয়ার প্রস্তাব দিতেই ক্ষিপ্ত হয়ে শরীফ কাউন্টারে ঢুকে সহকারী বুকিং ক্লার্ককে লাথি-ঘুসি মারতে থাকেন। সহকর্মীরা তখন আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরাফাত রাতেই ভৈরব রেলওয়ে থানায় শরীফের নামে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে কথা বলার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদারকেও ফোনে পাওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজালকে প্রশ্ন করলে তিনি ঘটনাটি জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, তাঁর কাছে স্টেশন কর্তৃপক্ষ অভিযোগ দিলে সাংগঠনিকভাবে বিষয়টি দেখবেন।
- বিষয় :
- স্বেচ্ছাসেবক লীগ
- হামলা
- ভৈরব
- রেলস্টেশন