ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নির্বাচনে আনসারদের গুরুদায়িত্ব পালন করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নির্বাচনে আনসারদের গুরুদায়িত্ব পালন করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১৫:২৫

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুদায়িত্ব পালন করতে হবে। কারণ, এ নির্বাচন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হবে।

শনিবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে এসব কথা বলেন রেজাউল করিম।

তিনি বলেন, আমাদের উন্নয়নের সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ। তিনি জঙ্গিবাদের উত্থান থেকে দেশকে শান্তির জনপদে পরিণত ও উন্নয়নের রোল মডেল করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ছেন। তাঁর মতো দ্বিতীয় রাষ্ট্রনায়ক বাংলাদেশে জন্মেনি, ভবিষ্যতেও জন্মাবে না।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জের পরিচালক আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে মন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

আরও পড়ুন

×