ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কাটল যুবলীগ নেতা

স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কাটল যুবলীগ নেতা

স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:৫৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:৫৭

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে ফখরুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মী মো. মাসুমের বিরুদ্ধে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের রইছ মার্কেটে এ ঘটনা ঘটে।

ফখরুল ওই গ্রামের আফতাব আহমেদের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান সাজু জানান, ১৭ অক্টোবর রাতে মধুপুরে আমির হোসেনের রান্নাঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর মামলায় পুলিশ যুবলীগ কর্মী মাসুমের অনুসারী মো. শাকিলকে আটক করে। তার দেওয়া তথ্যে পরে আসামি করা হয় যুবলীগ কর্মী মাসুম ও ইউসুফকে।

তিনি আরও জানান, ফখরুলের সঙ্গে আগেই বিরোধ ছিল মাসুমের। নতুন করে ওই মামলার সাক্ষী হওয়ায় শনিবার রাতে মার্কেটের একটি চায়ের দোকানে বসে থাকা ফখরুলের ওপর মাসুমের নেতৃত্বে ৫-৬ জন হামলা করে। প্রথমে তারা গুলি ও কুপিয়ে ফখরুলকে জখম করে। পরে পায়ের রগ কেটে পালিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতার পায়ের রগ কাটার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×