ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কিশোরী ধর্ষণ মামলায় যুবক কারাগারে

কিশোরী ধর্ষণ মামলায় যুবক কারাগারে

প্রতীকী ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১৬:৫২

সুনামগঞ্জের ছাতকে কিশোরী ধর্ষণের ঘটনায় আবদুল আহাদ নামে এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবদুল আহাদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাগইন গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে তাকে আটকের পর রোববার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক দিনমজুরের ১৩ বছরের কিশোরী মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে আবদুল আহাদ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবদুল আহাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা আহাদকে আসামি করে থানায় মামলা করেন।

থানার ওসি শাহ আলম জানান, ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে আহাদকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×