ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

টিকিট নিয়ে বাকবিতণ্ডা, মারধর

পৌনে এক ঘণ্টা ট্রেন আটকে রাখলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা 

পৌনে এক ঘণ্টা ট্রেন আটকে রাখলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা 

দিনাজপুর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ | ১৪:৩২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ১৪:৪১

ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ট্রেন আটকে দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন প্রায় পৌনে এক ঘণ্টা আটকে রাখা হয়। এ সময় মারধরের ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে রাত সোয়া ৯টা থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে মারধরের ঘটনাটি ঘটে রোববার দুপুরে। মারধরের শিকার হন হাবিপ্রবির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক। তিনি কম্পিউটার অ্যান্ড সাইন্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী জানান, ঢাকা থেকে তিনি ও তার এক বন্ধু একতা এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরে যাচ্ছিলেন। পথে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) টিকিট চেক করলে তারা একজনের টিকেট দেখান। এ সময় তাদের কাছে টাকা দাবি করেন টিটিই। টাকা দিতে কিছুটা দেরি হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ওই টিটিই ও তার সহকারীরা আব্দুর রাজ্জাককে মারধর করে। 

আব্দুর রাজ্জাক বলেন, টিটিইকে আমরা একটি টিকিট দেখাই। এ সময় তিনি আরেকজনের টিকিট না থাকায় আমাদের কাছে জরিমানা হিসেবে টাকা দাবি করেন। আমার কাছে তখন বেশি টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু টাকা দিতে খানিকটা দেরি হওয়ায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই টিটিই ও তার সহকারী আমাকে মারধর করে। নেমপ্লেট খুলে রাখায় তার নাম দেখতে পারিনি।

দিনাজপুর স্টেশন সুপার জিয়াউল হক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গেছি। তিন দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×