ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিখোঁজের দু’দিন পর যমুনায় ভেসে উঠল মরদেহ 

নিখোঁজের দু’দিন পর যমুনায় ভেসে উঠল মরদেহ 

প্রতীকী ছবি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ | ১২:১৫

জামালপুরের মাদারগঞ্জে দুই দিন আগে নিখোঁজ হওয়া জলিল শেখ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ যমুনা নদীতে ভেসে উঠেছে। শনিবার সকাল ৬টার দিকে বালিজুড়ী  ইউনিয়নের সুখনগরী গ্রামের পাশের নদীতে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহের দাফন সম্পন্ন করে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানান, জলিল শেখ তারতা পাড়া এলাকার মৃত অছ শেখের ছেলে। তিনি দুই দিন আগে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোজাখুঁজি করেও তাকে পায়নি। সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, দুই দিন আগে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস অনেক খোজাখুঁজি করেছে। শনিবার মরদেহের সন্ধান পাওয়ার খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানতে পারে পরিবারের লোকজন দাফন করে ফেলেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। 

আরও পড়ুন

×