দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেকমন্ত্রী লতিফ বিশ্বাস ও এমপি হাবিবে মিল্লাত

সাবেকমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান লতিফ বিশ্বাস ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩ | ১১:৩০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিপক্ষে সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এবং সাবেকমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান লতিফ বিশ্বাস।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে ডা. হাবিবে মিল্লাত মুন্না এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিস থেকে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ আসনে নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. জান্নাত-আরা-তালুকদার হেনরী।
অন্যদিকে, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন আব্দুল লতিফ বিশ্বাস। মঙ্গলবার দিনভর বেলকুচি-চৌহালীর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে লতিফ বিশ্বাসের জামাই সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল স্বতন্ত্র প্রার্থী হতে প্রথমে নিজের নাম ঘোষণা দেন। পরে নেতাকর্মীরা হতাশ হওয়ায় রাতেই শ্বশুর লতিফ বিশ্বাসের নাম ঘোষণা করেন সাজেদুল।
আজ বুধবার জেলা নির্বাচন অফিস থেকে মনোনায়নপত্র সংগ্রহ, এরপর জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ এবং বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সমকালকে জানিয়েছেন লতিফ বিশ্বাস।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে এরই মধ্যে মনোনয়ানপত্র নিয়েছেন।