পেঁয়াজ কেনাবেচার রশিদ না থাকায় খুলনায় ২ ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬:২৪
দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা ও কেনাবেচার রশিদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন। সোমবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচাবাজার ও নিউমার্কেট কাঁচা বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক মো. সেলিম বলেন, আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে।
তিনি জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা ও কেনাবেচার রশিদ না থাকায় ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের আর আর বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা এবং নিউমার্কেট কাঁচাবাজারের মামুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলবে বলে তিনি জানান।