ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রিট খারিজ, শামীম হকের প্রার্থিতা বাতিলই থাকছে

শামীম হকের প্রার্থিতা বাতিলই থাকছে

শামীম হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১১:৪২ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ | ১২:২২

ফরিদপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই রিট খারিজ করেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ। তার আপিলে বলা হয়, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক।

আরও পড়ুন: এ. কে. আজাদ পেলেন ‘ঈগল’ প্রতীক 

শুনানি শেষে এ. কে. আজাদের আপিল মঞ্জুর করে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। ফলে শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন শামীম হক। আজ হাইকোর্ট শুনানি নিয়ে শামীম হকের করা রিট খারিজ করেন। 

আরও পড়ুন

×