ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিরাজদীখানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

সিরাজদীখানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

প্রতীকী ছবি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১১:২০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ১১:২৮

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত তিনটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি দা, পাঁচটি লোহার রড ও নীল রঙের রেজিস্ট্রেশনহীন একটি পিকআপ উদ্ধার করা হয়। 

আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের ছেলে মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আ. রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), আ: রব হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪) ও চর মালিয়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের শখিপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, আটকদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন

×