শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে সার্কিট হাউজে শেখ হাসিনা

সিলেট সার্কিট হাউজ। ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ১৪:৩৮ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজ যান প্রধানমন্ত্রী। সেখানে দুপুরে খাবারের পর বেলা ৩টার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি শাহজালাল ও দুপুর দেড়টার দিকে শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। দুটি মাজারেই তিনি নামাজ আদায় ও দোয়া করেন।
শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতকালে প্রধানমন্ত্রী বলেন, মানুষ ভোটের পক্ষে। তারা নির্বাচনে আসতে চায়। যারা আগুন দিয়ে মানুষ মারে তাদের ক্ষমা নেই।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রী একই মাঠের জনসভায় বক্তৃতা করেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আজ সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছেন প্রধানমন্ত্রী।