আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় করে। ছবি: সমকাল
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১৬:২৮
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে নিতাই লাল আগরওয়ালা (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আক্কেলপুর রেলগেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিতাই লাল পৌর শহরের পুরাতন বাজার এলাকার হিরালাল আগরওয়ার ছেলে।
রেলস্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা রকেট মেইল আক্কেলপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহরের প্রধান রেলগেটের দক্ষিণপাশের রেললাইন পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। এ সময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে সৎকার করেন।
নিহতের ভাই গৌর লাল আগরওয়ালা বলেন, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও একবার ট্রেন থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিলেন। তিনি কানেও কম শুনতেন। লাইন পার হতে গিয়ে তিনি কাটা পড়েছেন।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা খাতুন বলেন, খুলনাগামী রকেট মেইল ট্রেনটি স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহুর্তে লাইন পারাপারের সময় তিনি কাটা পরেন। বিষয়টি রেল পুলিশকে অবগত করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- বিষয় :
- আক্কেলপুর
- ট্রেনে কাটা পড়ে নিহত