ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রংপুর-১

ভোটারদের ভূরিভোজ: রাঙ্গাকে আবারও শোকজ  

ভোটারদের ভূরিভোজ: রাঙ্গাকে আবারও শোকজ  

মসিউর রহমান রাঙ্গা

রংপুর অফিস

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ১২:৪৩ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ১২:৪৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব, বিরোধী দলীয় চিফ হুইপ ও দল থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাকে আবারও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোববার রাতে সিনিয়র সহকারী জজ ও রংপুর-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার তাঁকে এ নোটিশ দেন। 

মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ পেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। নোটিশে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (মসিউর রহমান রাঙ্গা) রংপুর-১ আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া সত্ত্বেও শুক্রবার বাদ জুমা আপনার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা লোকজনের (প্রায় ৭ হাজার) মাঝে একটি গরু ও চারটি খাসি জবাই করে খাবার পরিবেশন করেছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নির্বাচনী অনুসন্ধান কমিটির চোখে পড়েছে। এছাড়া জালাল নামের একজন ব্যক্তির স্বাক্ষরিত রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা অভিযোগপত্র গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়েছে। আপনার এমন কাজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১০ (চ) ধারা লঙ্ঘন বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। 

এর আগেও ২৫ ডিসেম্বর আচরণবিধি ভঙ্গের অভিযোগে মসিউর রহমান রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তখন তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীকে কটাক্ষ করে বক্তব্য প্রদানের অভিযোগ ওঠে। 

পরপর দুইবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ প্রসঙ্গে জানতে মসিউর রহমান রাঙ্গার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মমিনুর ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

আরও পড়ুন

×