ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ঢাকা

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় ঢাকা

ঘন কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন- সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪ | ০৯:৩২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ০৯:৩৮

উত্তরের হিমেল হাওয়া ও আর ঘন কুয়াশার কারণে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীতের তীব্রতা। পৌষের শেষ সপ্তাহে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রতিটি জনপদ। হেড লাইট জ্বালিয়ে চলছে ছোট-বড় যানবাহনগুলো। বৃষ্টির মতো টিপ করে পড়ছে কুয়াশার শিশির। বুধবার সকাল ৯টা পার হলেও এখনও দেখা মেলেনি সূর্যের। 

জেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমের এটাই সর্বনিম্ন। 

বুধবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে দেখা যায়, ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিপাকে পড়েছেন চরের লোকজন। চরে ঠান্ডা হিমেলের বাতাসে এখানকার শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। 

পুরাতন থানা পাড়ার রুমা রানী বলেন, ‌আমার ছোট ছেলেটার বয়স ৮ মাস, গতকাল রাত থেকে পাতলা পায়খানা ও সর্দি। সকালে হাসপাতালে এনেছি।’

শুলকুর বাজারের রিকশাচালক হাফিজ মিয়া বলেন,‌ ‘বাহে সকাল ৯টা পার হইল (হলো), এল্যাও (এখনো) রইদের (সূর্যের) দেখা নাই। আজকে মনে হয় কাজ-কামাই হবার নয়।’

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সমকালকে বলেন, ‘গত দুইদিন থেকে তাপমাত্রা কমে আজ ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। রাতে তাপমাত্রা আরও কমবে, আগামী দুই-তিন দিনের ভেতর একটি শৈত্যপ্রবাহ দেখা দেবে।’

আরও পড়ুন

×