ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নরসিংদীর এক কেন্দ্রে ভোট স্থগিত, প্রিজাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর এক কেন্দ্রে ভোট স্থগিত, প্রিজাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর বেলাব উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১১:৩৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ১২:০২

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম।

এ বিষয়ে বেলাব উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, ভোট গ্রহণের আগেই এ কেন্দ্রে কিছু অনিয়ম হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

এ ঘটনায় ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কারা ভোট শুরুর আগে ব্যালটে সিল মারায় জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বেলাব উপজেলার পাটুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। 

নরসিংদী জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ব্যালটে আগেই সিল মারায় কারা জড়িত, তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য প্রিসাইডিং অফিসারকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে ছেড়ে দেওয়া হবে, নাকি গ্রেপ্তার করা হবে। তবে তিনি আটক এখনও আমরা তা বলছি না। 

স্থানীয় কয়েকজনের অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত ভোটগ্রহণের আগে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পক্ষে জোরপূর্বকভাবে কেন্দ্রে সংগ্রহ করা ১২টি বইয়ে নৌকার সিল মারেন শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। পরে কেন্দ্রে থাকা লোকজন প্রতিবাদ করলে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রটিতে ভোট স্থগিত করে দেয়।

‘শিল্পমন্ত্রীর ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদী সিল মেরেছেন’ এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান বলেন, এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না। পরে অফিসিয়ালভাবে জানাব।

তবে অভিযোগের ব্যাপারে নৌকার সমর্থক ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকরা ভিন্নমত প্রকাশ করেছেন।

ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

সল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খুব সকালে ভোটগ্রহণের আগে নৌকার সমর্থকরা কেন্দ্রে এসে ১২টি বইয়ে সিল মারে। শুনেছি শিল্পমন্ত্রীর ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদীর নেতৃত্বে এ কাজ হয়েছে। পরে প্রশাসন এসে কেন্দ্র বন্ধ করে দেয়।

সল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মুক্তার বলেন, মনজুরুল মজিদ মাহমুদ শাদী এসে সিল মেরেছেন এটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা কথা। পরিকল্পিতভাবে একটা অভিযোগ ছড়ানোর জন্য ঈগল প্রতীকপন্থীরা এ কাজ করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। 

এ বিষয়ে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে বলেন, খুবই পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে আমি গ্রেপ্তার হয়েছি। এই করেছি, সেই করেছি। আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী রয়েছে, ছাত্রলীগের কর্মী বাহিনী রয়েছে। তারা আপনাদের পাশে আছে। আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষে কাজ করছি। কেউ গুজবে কান দেবেন না।
 

আরও পড়ুন

×