ফরিদপুর-৩
এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, এ. কে. আজাদকে ঘেরাওয়ের চেষ্টা

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৪:০১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৫:৪৬
ফরিদপুর-৩ আসনের অনেক কেন্দ্র থেকে ঈগল প্রতীকের প্রার্থীর এজেন্টেদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গছে। লস্করকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। এছাড়া আরেকটি কেন্দ্রে গেলে তাঁকে ঘেরাও করেন নৌকার সমর্থক নেতাকর্মীরা।
বায়তুল আমান আদর্শ একাডেমি কেন্দ্রে দুপুর ১টার দিকে যান এ. কে. আজাদ। এ সময় তাঁকে ঘেরাও করার চেষ্টা করে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের পক্ষের নেতাকর্মীরা।
এই কেন্দ্রে নৌকার সমর্থকরা মিছিল নিয়ে কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। কেন্দ্রের ভেতর থেকে তাদের অনেকেই ফেসবুকে লাইভ করতে থাকে। সাংবাদিকদের কাজেও বাধা দেয় তারা।
পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কেন্দ্রের আশেপাশে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে তারা।
এদিকে দুই এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং হট্টগোল বাঁধিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিষয়টি নিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে এ. কে. আজাদ কথা বলেছেন।
তিনি সাংবাদিকদের জানান, শামীম হকের লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করছে। তিনি নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন পক্ষের কাছে অভিযোগ জানাচ্ছেন। তবে প্রতিকার মিলছে না।
প্রতক্ষদর্শীরা জানান, নৌকার সমর্থকরা এ. কে. আজাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- ফরিদপুর-৩