১১০ বছর বয়সে ভোট দিয়ে খুশি রুহুল আমিন

ছবি: সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৯:১১
ভোলার চরফ্যাসনে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১১০ বছর বয়সী রুহুল আমিন দেওয়ান। রোববার চরফ্যাসনে পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
রুহুল আমিনের নাতি তরিকুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠেই নানা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন। সকাল সাড়ে ১০টার দিকে নানাকে ভোটকেন্দ্রে নিয়ে আসি।
বৃদ্ধ রুহুল আমিন বলেন, ‘রাতেই নাতিকে ভোট দিতে যাওয়ার কথা বলে রেখেছি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত।’
টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আরমান কিবরিয়া জানান, এক বৃদ্ধ ব্যক্তিরা কেন্দ্রে এলে কর্মরত আনসার সদস্য ও পুলিশ সদস্যরা তাকে ভোট দিতে সহযোগিতা করেন।
উল্লেখ্য, ভোলা– ৪ আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীরা হলেন- নৌকা প্রতীকে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ, জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান হাওলাদার, তৃণমূল বিএনপির মো. হানিফ ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আলাউদ্দিন।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- ভোলা-৪