ফরিদপুর-৩
প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে কী করছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
ইয়াসির আরাফাত, ফরিদপুর থেকে
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪ | ১৯:৫২ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ | ২০:০৯
ফরিদপুর-৩ (সদর) আসনের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে আসেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সরোয়ার হোসেন সন্টু। ওই কেন্দ্রের দ্বিতীয় তলায় প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে ঢুকে আধা ঘণ্টার বেশি সময় অবস্থান করেন সন্টু। তিনি সেখানে অবস্থানকালে অধিকাংশ সময় কক্ষের দরজা বন্ধ রাখা হয়।
ওই কক্ষ থেকে বেরিয়ে আসার পর ভাইস চেয়ারম্যান সন্টুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটু কাজ ছিল। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হকের কাছে জানতে চাওয়া হয়, ঘরের দরজা বন্ধ করে আওয়ামী লীগ নেতার সঙ্গে কী করছিলেন তিনি? প্রথমে তিনি ঘটনা অস্বীকার করলেও পরে বলেন, উনি ৫-৭ মিনিট ছিলেন। তবে কক্ষের দরজা বন্ধ ছিল না।
মাহমুদুল হক বলেন, আমি একা ছিলাম না। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পুলক নন্দীও আমাদের সঙ্গে ছিলেন। আমরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় এমন কিছু করিনি।
তাহলে দরজা কেন বন্ধ রেখেছিলেন জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা একসঙ্গে সিগারেট খাচ্ছিলাম।
বিষয়টি জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলামকে ফোন করলে, তিনি ছবি তুলে বা ভিডিও করে পাঠাতে বলেন।
এদিকে ঘটনার সময় চন্ডিপুর কেন্দ্র ও এর সামনের সড়কে শতাধিক নৌকার সমর্থককে দেখা যায়। এ সময় তারা মাঝেমধ্যেই 'নৌকা, নৌকা' স্লোগান দিচ্ছিলেন। তাদের মধ্য থেকে সাব্বির নামের এক যুবকসহ কয়েকজন এই প্রতিবেদকের দিকে এগিয়ে এসে নিজেদেরকে 'সরকারি দলের লোক' বলে পরিচয় দেন। সাব্বির বলেন, চন্ডিপুরে নৌকা ছাড়া কোনো মার্কার খাওয়া নেই।
- বিষয় :
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- ফরিদপুর-৩