কিশোরীকে ধর্ষণ, চাচা-চাচি গ্রেপ্তার

প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪ | ২২:২৪
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় কিশোরী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ধর্ষণের শিকার কিশোরীর মা এ বিষয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষণে সহযোগিতার দায়ে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেও।
পুলিশ জানায়, শনিবার রাতে কিশোরীর মা অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে আসামি করে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় ধর্ষণ মামলা করেন। রাতেই ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় সময়ই কিশোরীকে তার চাচা কুপ্রস্তাব দিত। বিভিন্ন সময় স্ত্রীর সহযোগিতায় ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে অজ্ঞাত বাসায় নিয়ে ধর্ষণ করত চাচা। কিশোরী এ বিষয়ে তার মা-বাবার কাছে কিছু বলতে চাইলে তাকে ভয়ভীতি দেখাত এবং হুমকি দিত চাচা-চাচি। গত ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কিশোরীকে বাসায় রেখে তার মা-বাবা কাজে চলে যান। রাত ৮টার দিকে চাচির সহযোগিতায় চাচা তাকে ধর্ষণ করে। বিষয়টি কিশোরী গোপন রাখে। পরে আবারও একইভাবে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী মা-বাবার কাছে বিষয়টি খুলে বলে। এরপরই শনিবার রাতে থানায় গিয়ে মামলা করা হয়।
কিশোরীর বড় বোন জানান, অভাবের তাড়নায় অভিযুক্ত চাচা-চাচির মাধ্যমে তারা সপরিবারে গাজীপুরে আসেন। সেই চাচা-চাচিই তাঁর বোনের সর্বনাশ করেছে। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তরা প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
- বিষয় :
- আসামি গ্রেপ্তার
- কিশোরীকে ধর্ষণ
- গাজীপুর