নির্বাচনের ফলাফল ১৪ দলে বিরূপ প্রভাব ফেলবে না: মেনন

বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রাশেদ খান মেনন। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ২২:৩৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক চারটি দল ছাড় পেয়েছিল ছয়টি আসনে। তবে মাত্র দুটি আসনে জয় পেয়েছে তারা। ‘ভাগ্য বিপর্যয়’ ঘটেছে শরিক দলের শীর্ষ ও হেভিওয়েট নেতাদের। তবে নির্বাচনের এই ফলাফলে ১৪ দলে বিরূপ প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন তিনি।
নির্বাচনের পর মঙ্গলবার বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেনন। এ সময় ১৪ দল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ফলাফল মূল্যায়ন নিয়ে দলগুলো এখন পর্যন্ত নিজেরা বসতে পারেনি। তবে এ নিয়ে সামগ্রিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া হবে না বলে তিনি মনে করেন।
বিদেশি কয়েকটি রাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের হস্তক্ষেপ নির্বাচনকে অবাধ করার উদ্দেশ্যে ছিল না। তারা হস্তক্ষেপ করেছিল নির্বাচন বানাচাল করার জন্য। তবে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে।’
নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। বরং প্রশাসন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেছে। অনেক ভোটারকে তারা ফিরিয়ে দিয়েছে।
মতবিনিময় শেষে গণমাধ্যমকে রাশেদ খান মেনন বলেন, ভোটের পরে যেসব বিদেশি রাষ্ট্র বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে, এটা তাদের কূটনৈতিক তৎপরতার রুটিন ওয়ার্ক। তাদের এ প্রতিক্রিয়ায় কোনো প্রভাব পড়বে না।
মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।