ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, সব স্কুলে ছুটি

ঈশ্বরদীর আদিবাসী পল্লীতে আগুন পোহাচ্ছেন সেখানে বসবাসকারীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ১৬:০২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ১৬:১২
শীতের তীব্রতা বেড়ে মৃদু শৈত্যপ্রবাহের কারণে ঈশ্বরদীর সব প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা প্রবাহিত হলে স্কুলে ছুটি ঘোষণার প্রজ্ঞপন অনুসরণ করে তাৎক্ষণিক এই ছুটি ঘোষণা করা হয়।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি প্রবাহিত হয়েছে পাবনার ঈশ্বরদীতে। উপজেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রাও এটি। প্রচণ্ড শীতে ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে এই এলাকার মানুষের জীবনযাত্রা কাহিল ও বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, মৃদু শৈত্যপ্রবাহের এই আবহ আরো এক সপ্তাহ চলমান থাকবে।
- বিষয় :
- ঈশ্বরদী
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি