মঙ্গলবার বন্ধ থাকবে বগুড়ার সব বিদ্যালয়-মাদ্রাসা

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ২২:৫৬
আগামীকাল মঙ্গলবার তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় বগুড়ায় সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে সংশ্লিষ্ট দপ্তর থেকে পৃথকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
শৈত্যপ্রবাহের কারণে এই নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।
এদিকে আজ সোমবার বগুড়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করে আবহাওয়া পর্যবেক্ষণাগার। এ জন্য জেলায় সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। এ জন্য সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই কথা জানিয়ে বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী বলেন, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সব মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাতেও পাঠদান বন্ধ থাকবে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলার শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় আছে ১ হাজার ৬০৩টি। আর মাধ্যমিক বিদ্যালয় আছে ৪৪৯টি, মাদরাসা ৩০৭টি, স্কুল ও কলেজ আছে ৩১টি।
- বিষয় :
- বগুড়া
- স্কুল বন্ধ