ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস 

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস 

ফাইল ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৬:৫৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৭:৪১

চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ফলে মৃদু  শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 

এদিকে শৈত্যপ্রবাহের কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল।

আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে পাওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আজ খুলনা বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসয়ের নিচে নেমে যাওয়ায় জেলায় সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে । 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, আগামীকাল তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

×