চুলায় কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৬

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:০৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:০৯
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদবাইলের বাগপাড়ায় একটি টিনশেড বাসায় আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুলায় মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
গ্যাসের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩৫), তার বোন রহিমা আক্তার (৩০) আরিফ (২০) সাদিয়া আক্তার (১২) জান্নাত আক্তার (১৮) ও রিতু আক্তার (১২)।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, রাতেই দগ্ধদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে ভর্তি করা হয়েছে। রাতে বাসায় মশার কয়েল ধরাতে গেলে আগুনের ঘটনা ঘটে বলে জানা গেছে।
রহিমার স্বামী জাহাঙ্গীর আলম বলেন, গেদনাইল বাগপাড়ার কেতা মিয়ার টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করতে থাকেন। তারা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হলেও দগ্ধ হন ৬ জন।
তিনি জানান, সুখী ও তার বাসা পাশাপাশি। কয়েক দিন আগে সুখীর একটি সন্তান হয়। সে কারণে রহিমা ও মেয়ে রিতু সুখীর বাসায় গিয়েছিলেন। রাতে মশার কয়েল ধরাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ঘরের ৬ সদস্য।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাব্বির আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- সিদ্ধিরগঞ্জ