ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের বিভিন্ন বই পড়তে আগ্রহী করতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের বিভিন্ন বই পড়তে আগ্রহী করতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ছবি: সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪ | ১৭:১৩

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসী বলেছেন, ‌‘শিক্ষার্থীদেরকে বিভিন্ন বই পড়তে আগ্রহী করতে হবে। পড়ার বইয়ের পাশাপাশি অন্য বইগুলো পড়তে হবে। যেগুলোতে বিজ্ঞান চর্চায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই বই পড়েত হবে।’ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী টুসী বলেন, ‘যেহেতু তথ্যপ্রযুক্তির যুগ, আমাদের সরকার থেকে যে কারিকুলামগুলো দেওয়া হয়েছে, সেখানে তৃতীয় শ্রেণী থেকে কোডিং শেখানো হচ্ছে। তারা আইসিটি পড়ছে। আপনাদের ইফোর্ট দিতে হবে ওই জায়গাটাতে যে, স্কুল-কলেজে আপনারা যখন ওদের সঙ্গে কাজ করেন, ক্লাসে যান, ওদেরকে ইন্সপায়ার করতে হবে। আপনারা বিজ্ঞান চর্চায় জোর দিন। কোথায় কী সমস্যা হচ্ছে, এগুলো একটু দেখবেন। বিজ্ঞান চর্চার ওপর যদি সঠিক শিক্ষা আমরা না দিতে পারি, তাহলে কিন্তু বিশ্বের সঙ্গে ওদের (শিক্ষার্থী) তাল মিলিয়ে চলায় সমস্যা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী টুসী আরও বলেন, ‘একটা দেশের বুনিয়াদ হচ্ছে সে দেশের ইতিহাস। সবকিছুর পেছনে ইতিহাসগুলো দরকার। জানা দরকার সঠিক ইতিহাস। প্রধানমন্ত্রী আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হতে হবে। সে জায়গা থেকেই  শিক্ষার্থীদের কিন্তু পড়োশোনা চালিয়ে যেতে হবে, গবেষণা চালিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তোমোদের (শিক্ষার্থীদের) সামনের দিকে এগিয়ে  যেতে হবে।’

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বসে বিজ্ঞান মেলা। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। মূল মঞ্চে যাওয়ার আগে প্রতিমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। অনুষ্ঠানে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×