এজলাস থেকে পালাল দণ্ডিত আসামি, ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৮:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৮:৩০
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজা হওয়ার পর সাইদুল করিম খান নামে এক আসামি আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে যান। তবে ৩ ঘণ্টার ব্যবধানে ফের তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার চট্টগ্রাম প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত রায় দেওয়ার পর পালিয়ে যান সাইদুল। বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর থানা তাকে গ্রেপ্তার করে।
দণ্ডিত সাইদুল করিম চট্টগ্রামের হালিশহর থানার রামপুর এলাকার ১ নম্বর রোডের ১ নম্বর লেইনের বাসিন্দা।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হুমায়ন কবির বলেন, প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত চেক প্রতারণা মামলায় আসামি সাইদুল করিম খানকে ৬ মাসের কারাদণ্ড ও সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। জামিনে থাকা আসামির উপস্থিতিতে সাজা দেওয়ার পর সে এজলাস থেকে কৌশলে পালিয়ে যায়। পরে বিকেলে নগরের বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হবে।
এদিকে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল কবির হোসেনকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে এ ঘটনায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আসামি পলানোর ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সিএমপি।
- বিষয় :
- এজলাস
- চট্টগ্রাম
- চেক প্রতারণা