ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেঘনায় ট্রলারডুবি

এক দিনের ব্যবধানে মিলল বাবা-ছেলের মরদেহ

এক দিনের ব্যবধানে মিলল বাবা-ছেলের মরদেহ

প্রতীকী ছবি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪ | ১৬:৫৯

ভোলার রাজাপুর ইউনিয়নে মেঘনা নদীতে ট্রলারডুবির আট দিন পর নিখোঁজ ট্রলার মালিক আবদুর রাজ্জাক সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন রোববার দুপুরে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে রাজ্জাক সরদারের ছেলে পারভেজ সরদারের মরদেহ উদ্ধার করা হয়।

ইলিশা নৌ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, সোমবার সকালে তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে কচুরিপানার সঙ্গে মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করলে খবর পেয়ে আবদুর রাজ্জাকের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে রোববার দুপুরে মেঘনার ইলিশা এলাকা থেকে রাজ্জাক সরদারের নিখোঁজ ছেলে পারভেজ সরদারের মরদেহ উদ্ধার করা হয়।

রাজ্জাক সরদারের ছেলে ফারুক জানান, ট্রলারডুবিতে একসঙ্গে বাবা ও ভাইকে হারিয়ে তারা নিঃস্ব। তাদের পরিবারে মাতম চলছে।

গত ২১ জানুয়ারি মনপুরা থেকে মালপত্র নিয়ে মেহেন্দীগঞ্জের উলানিয়ায় যাওয়ার পথে রাজ্জাক সরদারের ট্রলারটি রাজাপুরসংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাতজনের মধ্যে পাঁচজনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা গেলেও রাজ্জাক ও তার ছেলে পারভেজ নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন

×