চুলকানির গাছ দিয়ে অপদস্থের চেষ্টায় ৩ ছাত্রী অসুস্থ, আটক ২

ছবি-সংগৃহীত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪ | ২৩:১৪
শেরপুরে একদল বখাটে ছাত্রীদের অপদস্থ করতে চিপসের প্যাকেটে ‘বান্দরলাঠি’ (সোনালু) গাছের বীজের লোম ভরে দেয়। এরপর প্যাকেটটি এক ছাত্রীর হাতে দিয়ে অন্য আরেকজনকে দিতে বলে। এ সময় ওই ছাত্রী প্যাকেটটি ছুড়ে ফেললে তা শরীরে পড়ে অসুস্থ হয়ে পড়ে তিন ছাত্রী। সোমবার দুপুরে সদর উপজেলার মধ্যবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
অসুস্থ প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া তিন ছাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা ও তিন ঘণ্টা পর্যবেক্ষণ শেষে বাড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনাত জাহান জানান, বিদ্যালয়ে তখন টিফিন পিরিয়ড চলছিল। সামনের মাঠে খেলাধুলা করছিল মেয়েরা। স্থানীয় তিন বখাটে সেখানে প্রবেশ করে এক ছাত্রীর হাতে একটি চিপসের প্যাকেট ধরিয়ে আরেকজনকে দিতে বলে। সে সেই চিপসের প্যাকেটটি ছুড়ে মারলে এর ভেতর রাখা ‘বান্দরলাঠি’ গাছের বীজের লোম ছড়িয়ে পড়ে। এতে তিন শিক্ষার্থীর শরীরে তীব্র যন্ত্রণার সঙ্গে অসহ্য চুলকানি হতে থাকে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। পরে দ্রুত তাদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসার পর ওই তিন ছাত্রীকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত তিন কিশোরের মধ্যে দু’জনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
- বিষয় :
- আটক
- স্কুলছাত্রী