সিট বাণিজ্য: কর্মী আল আমিন রাবি ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার

ফাইল ছবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ২০:৩৪
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই ছাত্রলীগকর্মীর নাম আল আমিন পিয়াস। তিনি শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের সদস্য এবং মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, সম্প্রতি পিয়াসের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এতে পিয়াসের বক্তব্যে সিট বাণিজ্যের প্রমাণ এবং টাকা ভাগাভাগির বিষয় উঠে আসে। এদিকে শাখা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর নেতাকর্মীকে সিট বাণিজ্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন সভাপতি-সম্পাদক। ওই রেকর্ড ছড়িয়ে পড়ার পর তা তদন্ত করতে ছাত্রলীগ দুই সদস্যের তদন্ত কমিটি করেছিল। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পিয়াসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রাবি ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমি ও সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।
সম্প্রতি শহীদ ড. শামসুজ্জোহা হলে পিয়াস সিট বাণিজ্যের চেষ্টা করেছিল, যদিও সেখানে কোনো আর্থিক লেনদেন হয়নি। এরপরও যেহেতু সে সিট বাণিজ্যের চেষ্টা করেছিল, তাই তদন্ত কমিটির সুপারিশে তাকে রাবি ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় পিয়াসের সঙ্গে অন্য কোনো নেতাকর্মী জড়িত নয়।
- বিষয় :
- বহিষ্কার
- রাবি
- রাবি ছাত্রলীগ