ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইজ‌তেমায় আরও দুই মুস‌ল্লির মৃত্যু

ইজ‌তেমায় আরও দুই মুস‌ল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লিরা

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৯

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। তারা হ‌লেন, আব্দুল কা‌দের (৬৫) ও স্বাধীন (৪৫)। এ নিয়ে এবারের ইজতেমায় সাতজনের মৃত্যু হলো।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত দেড়টায় আব্দুল কা‌দের ও স্বাধী‌নের মৃত্যু হয়।

আব্দুল কাদের ভোলা সদর থানার সামান্ধার গ্রা‌মের মৃত বেলা‌য়েত হোসে‌নের ছে‌লে। স্বাধীন নেত্রকোনার খা‌লিয়াজু‌রি থানার হো‌সেন আহ‌ম্মে‌দের ছে‌লে। দুইজ‌নের বু‌কে ব্যথা শুরু হ‌লে হাসপাতা‌লে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। 

এর আগে ইজতেমায় আসা পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয় বুধবার। শুক্রবা‌র মারা গেছেন দুইজন। বৃহস্পতিবার মারা যান আরেকজন।

আরও পড়ুন

×