ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় সোমবার

সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় সোমবার

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌসের রায় ঘোষণা করার কথা রয়েছে। আদালতে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৬ জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু মামলার রায় লেখার কাজ শেষ না হওয়ায় রায়ের তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

আদালতের স্টেনোগ্রাফার মো. সামছুদ্দিন জানান, আলোচিত মামলাটির রায় ঘোষণার পূর্ববর্তী সব কাজ এরই মধ্যে শেষ। তাই নির্ধারিত তারিখে অর্থাৎ সোমবারই রায় ঘোষণা করা হবে। এর আগে ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু রায় লেখার কাজ শেষ না হওয়ায় সেদিন রায় ঘোষণা করা হয়নি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও দলবদ্ধ ধর্ষণ করা হয়। নির্যাতনের শিকার নারী চার সন্তানের জননী। তাঁর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়। পরের দিন নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলো মো. সোহেল, মো. হানিফ, মো. স্বপন, প্রকাশ চৌধুরী, ইব্রাহিম খলিল প্রকাশ বেচু, মো. বাদশা আলম বাসু, আবুল হোসেন, মোশারফ হোসেন, সালাহ উদ্দিন, রুহুল আমিন, মো. জসিম উদ্দিন, মো. হাসান আলী দুলু, মো. মুরাদ, মো. জামাল প্রকাশ হেঞ্জু মিয়া ও মিন্টু ওরফে হেলাল।

ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন, রায় ঘোষণার সময় স্ত্রীসহ আদালতে উপস্থিত থাকবেন তিনি।

আরও পড়ুন

×