ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মোবাইলফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

মোবাইলফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

ছবি: প্রতীকী

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৩৯

নাটোরের লালপুরে মোবাইলফোনে কথা বলতে বলতে রেলপথ দিয়ে হাঁটছিলেন বিশাল জামান (২০) নামে এক যুবক। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল জামান পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আরমবাড়িয়া এলাকার কবির আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, বিশাল জামান আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় সরকারি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। আজ বিকেলে তিনি পুকুর পরিদর্শন করে রেললাইনের ওপর দিয়ে মোবাইলফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যায়।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×