ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ

বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি-সমকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:০৫

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের একদিন পর মো. ওমর আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুরে নিজ বাড়ির পাশে মরিচ ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী তাহেরপুর এলাকার শাহজাহান ফরাজির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে পারিবারিকভাবে পাশের তাজেপাড়া গ্রামের শাহ আলম কারীর মেয়ে ফারজানা কলি রুকিয়ার (১৮) সঙ্গে ওমর আলীর বিয়ে হয়। পরে সোমবার সন্ধ্যার পর নববধূকে বরের বাড়িতে আনা হয়। রাতে স্বাভাবিকভাবে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের আজান দিলে ওমর নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

ওমরের বাবা শাহজাহান জানান, রাতে ছেলের শ্বশুর বাড়ির মেহমানদের সঙ্গে আমরা ঘুমাই, সকালে আমার আগে আমার ছেলে নামাজে যায়। আমি অন্যপথ দিয়ে নামাজে যাই কিন্তু মসজিদে গিয়ে তাকে না পেয়ে নামাজ শেষে বাড়িতে এসেও তাকে পাইনি। কিছুক্ষণ পর বাড়ির ছোট্ট বাচ্চারা আমার ছেলেকে মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখে। আমার ছেলের কোনো শত্রু নেই, তাবলীগ করে, নামাজ পড়ে, সাধারণ জীবনযাপন করে।

নিহতের চাচা শ্বশুর মো. ফেরদৌস জানান, একই এলাকার ছেলে হওয়াতে আমরা ছেলের পরিবারকে ভালোভাবে চিনি। ভালো ছেলে হওয়াতে আমরা তার কাছে ভাতিজিকে বিয়ে দিয়েছি। কালকে আমার মা ভাতিজির সঙ্গে ছেলের বাড়িতে আসে। সকালে খবর শুনে আমরা এখানে আসি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের পাশে একটি গাছকাটার দা পাওয়া গেছে, তার শরীরে গলাকাটা ছাড়া আর কোনো ক্ষত নেই। যেহেতু গতকাল তার বিয়ে হয়েছে তাই আমরা উভয় পরিবারকে নজরে রাখছি। সব অনুসন্ধান শেষে মৃত্যুর কারণ বলা যাবে।

আরও পড়ুন

×