ফরিদপুরে মেহগনি বাগানে পড়ে ছিল ভ্যানচালকের মরদেহ

ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:০৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:০৭
ফরিদপুরে একটি মেহগনি বাগান থেকে মো. হারুন অর রশীদ (৪৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার গজারিয়া এলাকা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হারুন অর রশীদ জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী এলাকার মোক্কাদেছ শেখের ছেলে বলে জানা যায়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল ফারুক রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই ভ্যানচালককে হত্যা করে মেহগনি বাগানে ফেলে ভ্যান ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো যাবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- ফরিদপুর
- ভ্যানচালককে হত্যা
- মরদেহ উদ্ধার